প্রকাশিত: ২:৫৫ অপরাহ্ণ, এপ্রিল ১৭, ২০২২
চরফ্যাশনের শশীভূষনে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু
এ.আর.রাসেল//
ভোলার শশীভূষনে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে।নিহতদের একজন জাহানপুর ৮নং ওয়ার্ডের আযিদ মাঝির পুত্র শাকিব (৭), অপরজন একই বাড়ির ছালাউদ্দিনের পুত্র রিয়াজ(৫),
সম্পর্কে শিশু ২ দুটি চাচা ভাতিজা।
রবিবার ১৭ই মার্চ আনুমানিক দুপুর ১টা ৩০ মিনিটে শশীভূষন থানার জাহানপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডে এ দূর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় চেয়ারম্যান নাজিম হাওলাদার জানান
খেলা করতে গিয়ে বাড়ির দক্ষিন পাশের পুকুরে পরে শিশু ২ টির মৃত্যু হয়।
একই পরিবারের শিশু ২ টির এ মর্মান্তিক মৃত্যুতে পরিবারে শোকের শোকের ছায়া নেমে এসেছে।শশীভূষণ থানা পুলিশ এ তথ্য নিশ্চিত করেন।