শিক্ষা জাতীয় করনসহ ৭দফা দাবীতে ভোলায় শিক্ষকদের মানব বন্ধন

DipKantha
DipKantha
প্রকাশিত: ৯:৫১ পূর্বাহ্ণ, এপ্রিল ৭, ২০২২

স্টাফ রিপোর্টার//

শিক্ষা জাতীয় করণ ও পূর্ণাঙ্গ উৎসব ভাতাসহ ৭ দফা দাবীতে মানব বন্ধন ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছে, বাংলাদেশ শিক্ষক সিমিতি (কামরুজ্জামান), ভোলা জেলা শাখা। আাজ বৃহস্পতিবার বেলা ১১টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বেসরকারী মাধ্যমিক বিদ্যালয়ের শতশত শিক্ষক-কর্মচারীদের উপস্থিতিতে এ মানব বন্ধন অনুষ্ঠিত হয়। পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
শিক্ষক সমিতির সদর উপজেলা সভাপতি মীর আমীর হোসেনের সভাপতিত্বে মানব বন্ধনে বক্তারা, বাড়ী ভাড়া ও চিকিৎসা ভাতা বৃদ্ধি, সহকারী প্রধান শিক্ষক ও প্রধান শিক্ষকদের বেতন স্কেল সরকারী শিক্ষকদের ন্যায় করা, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষকদের পদোন্নতিতে আনুপাতিক হার বাতিল, সরকার ও শিক্ষক কর্মচারীদের অংশগ্রহনে প্রভিডেন্ট ফান্ড চালূসহ ৭ দফা দাবী বাস্তবায়নের জন্য প্রধান মন্ত্রীর কাছে জোড় দাবী জানান। এতে বক্তব্য রাখেন, শিক্ষক সমিতির জেলা সভাপতি শাহ নেওয়াজ চন্দন, সাধারন সম্পাদক অধ্যক্ষ শাফিয়া খাতুন, বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হাচান মিজানুর রহমান মিঠু, সদর উপজেলা সাধাারন সম্পাদক আবদুর রব, প্রধান শিক্ষক তোফায়েল আহমেদ, জাকির হোসেন তালুকদার, আনোয়ার পারভেজ, মোস্তাফিজুর রহমান, মোঃ মুসাসহ শিক্ষক নেতারা। পরে জেলা নেতৃবৃন্দ জেলা প্রশাসাক মোঃ তৌফিক-ই-লাহী চৌধুরীর মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন।