” রক্ত ঝড়ার গান ” আবু জাফর চৌধুরী
” রক্ত ঝড়ার গান ”
আবু জাফর চৌধুরী।
স্বাধীনতা আমার লক্ষ শহীদের রক্ত
ঝড়ার গান
বাংলার স্বাধীনতা পাক হায়েনার কঠিণ
মরণ বাণ।
স্বাধীনতা আমার বাংলা মায়ের সন্তান
হারানোর ছবি
ভাই হারা বোনের করুণ চোখের চাহনী।।
৫২ ভাষা আন্দোলন স্বাধীনতার বীজ
বোনে
ভাষানীর কাগমারী সন্মেলন
স্বাধীনতার কথা বলে।
৬৯ গণ অভ্যন্থান
বঙ্গ বন্ধুর ৭ই মার্চের ভাষণ-
“এবারের সংগ্রাম স্বধীনতার সংগ্রাম”
বাঙ্গালী যুবকের রক্তে আগুণ ধরে।।
২৫ মার্চের কালো রাত
হায়েনার বুলেটাঘাত
বাংলার বুক চিরে
জ্বালায় আগুণ
চালায় ধ্বংস লীলা
নিরীহ বাঙ্গালীর ঘরে।।
কালুর ঘাট বেতারে
মেজর জিয়ার কন্ঠ ধ্বনী
গর্জে উঠে বীর বাঙ্গালী
স্মরণ করে মুজিবের বাণী-
আমি যদি হুকুম দিবার নাও পারি,
তোমাদের যার কাছে যা আছে,
তা নিয়ে শত্রুর মোকাবিলা কর।।
দূর্বার প্রতিরোধ আন্দোলণ
নয় মাসের প্রসব বেদনা
লক্ষ শহীদের আত্ব ত্যাগ
রক্ত জবার পথ মারিয়ে
অবশেষে ১৬ ডিসেঃ ১৯৭১
বাংলার আকাশে উঠিল
নতুন সূর্য্য “স্বাধীনতা”
স্বাধীন বাংলাদেশ আমার
প্রিয় বাংলাদেশ।।