ভোলায় পুলিশের বাঁধায় যুবদলের বিক্ষোভ পণ্ড

DipKantha
DipKantha
প্রকাশিত: ১২:৪৫ অপরাহ্ণ, মার্চ ১৩, ২০২২

এইচ আর সুমন//

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে ভোলা জেলা যুব দলের উদ্যোগে সমাবেশে অনুষ্ঠিত হয়েছে । তবে পুলিশের বাধার মুখে পন্ড হয়ে গেছে বিক্ষোভ মিছিল। ভোলা জেলা বিএনপি’র কার্যালয়ের সামনে রবি বার বেলা ১০টায় ভোলা জেলা যুব দলের সভাপতি জামাল উদ্দিন লিটনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সভাপতি আলহাজ্ব গোলাম নবী আলমগীর । জেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল কাদের সেলিমের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী কেন্দ্রীয় যুবদলের সহ -সভাপতি শহিদুল্লাহ তালুকদার , বিশেষ অতিথি জেলা বিএনপির সাধারণ সম্পাদক হারুন অর রশিদ ট্রুম্যান, যুগ্ম সম্পাদক হুমায়ুন কবির সোপান, সাংগঠনিক সম্পাদক এনামুল হক, , ভোলা জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি ফকরুল ইসলাম ফেরদৌস,যুগ্ম সম্পাদক মোস্তফা কামাল,সাংগঠনিক সম্পাদক মনির হোসেন। এছাড়া আরো উপস্থিত ছিলেন ,ভোলা জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান মাসুদ জেলা যুবদলের সহসভাপতি ফয়েজ উল্লাহ নকীব প্রমুখ। সমাবেশে বক্তারা দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি প্রতিরোধে সরকার ব্যর্থ উল্লেখ করে দ্রুত সরকারকে পদত্যাগের আহ্বান জানান। এদিকে সমাবেশ শেষে নেতা কর্মীরা বিক্ষোভ মিছিল নিয়ে রাস্তায় বের হলে পুলিশের বাধার মুখে তা পণ্ড হয়ে যায়।