গাজীপুর সাংবাদিক ইউনিয়নের নতুন কমিটি গঠন

DipKantha
DipKantha
প্রকাশিত: ১০:০৭ পূর্বাহ্ণ, মার্চ ১২, ২০২২

শামসুল হুদা লিটন, কাপাসিয়া, গাজীপুর থেকে//

এইচ এম দেলোয়ারকে সভাপতি (দৈনিক দিনকাল) ও মো. হেদায়েত উল্লাহকে (দৈনিক ইনকিলাব) সাধারণ সম্পাদক করে সাংবাদিক ইউনিয়ন গাজীপুরের নতুন কমিটি গঠন করা হয়েছে। গত ২৮ ফ্রেব্রুয়ারি ইউনিয়নের দ্বি-বার্ষিক সম্মেলনে এ কমিটি গঠন করা হয়। পরে বৃহস্পতিবার ইউনিয়নের এক সভায় ১১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। কমিটির অন্যান্য কর্মকর্তারা হলেন, সহ-সভাপতি শেখ আজিজুল হক (দৈনিক নয়া দিগন্ত), যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক শামসুল হুদা লিটন (দৈনিক ইনকিলাব), সাংগঠনিক সম্পাদক রেজাউল বারী বাবুল (দৈনিক সংগ্রাম), কোষাধ্যক্ষ এস এম হাবিবুর রহমান (দৈনিক আজকের জনতা), দপ্তর ও প্রচার সম্পাদক গাযী খলিলুর রহমান (দৈনিক সংগ্রাম), নির্বাহী সদস্য আব্দুল মালেক (দৈনিক যুগান্তর), এফ এম কামাল হোসেন (দৈনিক দিনকাল) অধ্যাপক মোখলেছুর রহমান (দৈনিক ইনকিলাব) এবং মো. ইউনুস আলী (দৈনিক দিনকাল)।
নবনির্বাচিত এ কমিটিকে অভিনন্দন জানিয়েছে গাজীপুর জেলা বিএনপির আহবায়ক ফজলুল হক মিলন, সাধারণ সম্পাদক কাজী সাইয়েদুল আলম বাবুল, মহানগর বিএনপি আহবায়ক মো. সালাহ উদ্দিন সরকার, সদস্য সচিব মো. সোহরাব উদ্দিন, সিনিয়র যুগ্ম আহবায়ক শওকত হোসেন সরকার, মহানগর জামায়াতের আমির অধ্যক্ষ এস এম সানাউল্লাহ ও সেক্রেটারি মো. খায়রুল হাসানসহ বিভিন্ন রাজনৈতিক, পেশাজীবী ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।