প্রকাশিত: ৫:৪৩ অপরাহ্ণ, মার্চ ৭, ২০২২
শশীভূষণে মোটরসাইকেলের ধাক্কায় মাছ ব্যবসায়ী নিহত।।
এ.আর. রাসেল//
ভোলার শশীভূষণে রাস্তা পারাপারের সময় মোটরসাইকেলের ধাক্কায় আজ সোমবার ৭ ই মার্চ সন্ধ্যায় মোঃ কামাল হোসেন (৩০) নামের এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন।
নিহত কামাল শশীভূষণ থানার রসুলপুর ইউনিয়ন ২ নং ওয়ার্ডের সুলতান আহমেদের ছেলে।
জানযায়, কামাল শশীভূষণ বাজারের পশ্চিম মাথায় রাস্তা পার হচ্ছিল হঠাৎ এসময় সামনে থেকে আসা একটি মোটরসাইকেল দ্রুতবেগে তাকে ধাক্কা দিলে সে মারাত্মকভাবে আহত হয় । পরবর্তীতে স্থানীয়রা তাকে উদ্ধার করে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শশীভূষণ থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান পাটোয়ারী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।