একুশের বই মেলায় হাসনাইন আহমেদের শিশু সাহিত্য
স্টাফ রিপোর্টার//
শিশু সাহিত্যিক হাসনাইন আহমদের জন্ম দ্বীপ জেলা ভোলার চরফ্যাশন উপজেলার ভদ্রপাড়ায়। বেড়ে উঠেছেন পলিমাটির গন্ধ, ডাহুকের শব্দ আর ফড়িং, প্রজাপতির সাথে মিতালী করে। বাবা প্রয়াত স্কুল শিক্ষক মীর আবদুল কাদের ও মা মনোয়ারা বেগম। পড়াশুনা সমাজ বিজ্ঞানে স্নাতকোত্তর।প্রকৃতি, সম্পর্ক, বিশ্বাস, ছোটদের অনুভূতি ইত্যাদি লেখার মূল বিষয়বস্তু। মূলত তিনি ছড়া-কবিতা ও গল্প লেখেন। পাশাপাশি সম্পাদনা করেছেন শব্দকঙ্কণ ও পাঠ নামে দু’টি লিটল ম্যাগাজিন। জাতীয় দৈনিকে বেশ কিছু কলামও লিখেছেন। বর্তমানে প্যারেন্টিং নিয়ে বেশ কিছু কাজ করছেন। শিশু ও সাহিত্য সংগঠন, স্কাউটিং ও স্বেচ্ছাসেবী সমাজসেবা সংগঠনে কাজ করেছেন। মফস্বল সাংবাদিকতাও করেছেন। লেখালেখি করেন ’৯৫ সাল থেকে। বিভিন্ন সময়ে লেখা কিছু ছড়া বাছাই করে এটাই তার প্রথম ছড়ার বই। যার প্রায় সবগুলোই জাতীয় দৈনিক ও শিশু-কিশোর পত্রিকায় প্রকাশিত। বর্তমানে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) এ কর্মরত। আনকোড়া প্রাকৃতিক স্থানে ভ্রমণ, মধ্য দুপুর বা রাতের নির্জনে একাকী পায়চারী তার প্রিয় শখ। বসবাস করছেন ঢাকায়। স্ত্রী মাহরুবা আক্তার খাদ্য ও পুষ্টি বিজ্ঞানে স্নাতকোত্তর। দুই পুত্র হাসিন মুত্তাকী ও শাহিয়ান মুত্তাকী অষ্টম ও দ্বিতীয় শ্রেণীতে।