প্রকাশিত: ১:৪৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৮, ২০২২
শওকত সভাপতি / আনোয়ার সম্পাদক লালমোহন শিক্ষক সমিতির নয়া কমিটি
খাঁন আজিম।।
ভোলার লালমোহন উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ শওকত আলী হেলাল (প্রধান শিক্ষক-পঃচরউমেদ ২নংসঃপ্রাঃবিঃ),
সিনিয়র সহসভাপতি- এ কে এম মামুনুর রশীদ (সহশিক্ষক- লালমোহন মডেল সঃপ্রাঃ বিঃ), সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন (সহশিক্ষক- দঃবালুর চর সঃ প্রাঃ বি), ১নং সাংগঠনিক সম্পাদক মোঃ সেলিম (সহশিক্ষক- উঃভেদুরিয়া সঃ প্রাঃ বি), ২নং সাংগঠনিক সম্পাদক রেহানা আক্তার (সহশিক্ষক- লালমোহন পৌর সঃপ্রাঃবিঃ) নির্বাচিত হয়েছেন। নবগঠিত প্রাথমিক শিক্ষক সমিতি ও লালমোহন উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের পক্ষ থেকে ভোলা-৩ আসনের মাননীয় সাংসদ আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওনকে অভিনন্দন ও লালগোলাপ শুভেচ্ছা জানানো হয়েছে।