ভোলায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের কর্মী সম্মেলন
স্টাফরিপোর্টার।।
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ভোলা জেলা শাখার উদ্যোগে ২৬ ফেব্রুয়ারী সকাল সাড়ে সাতটায় ভোলা পৌরসভা, ভোলা সদর উপজেলা উত্তর, দক্ষিন, বোরহানউদ্দিন ও দৌলতখান উপজেলার ইউনিট সভাপতি/সেক্রেটারি দের নিয়ে এক কর্মী সম্মেলন ও ওয়ার্কসপ অনুষ্ঠিত হয়। সম্মেলনে সভাপতিত্ব করেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের ভোলা জেলা সভাপতি কাজী মাওলানা মোঃ হারুনুর রশিদ উদ্বোধনী বক্তব্য রাখেন । প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় সহ-সভাপতি লস্কর মোঃ তসলিম। অন্যদের মধ্যে ভোলা জেলা সহ-সভাপতি মোঃ নুরুল ইসলাম, ভোলা সদর উত্তর
সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম। আরও উপস্থিত ছিলেন ভোলা জেলা শাখার অফিস সেক্রেটারী মোঃ মেহেদী হাসান সুমন, ভোলা পৌরসভার সভাপতি মোঃ কামাল হোসেন, সেক্রেটারি মোঃ মোস্তফা মানজুরে,দৌলতখান সভাপতি মাওঃ মোঃ আশরাফ উদ্দিন, বোরহানউদ্দিন পৌরসভা সভাপতি মোঃ মাকছুদুর রহমানও ভোলা সদর উত্তর সেক্রেটারি মোঃ আবদুল্লাহ প্রমুখ।