ভোলা মোহনা ডায়াগনস্টিক এন্ড হসপিটালে জমজ তিন নবজাতক প্রসব
স্টাফ রিপোর্টার//
ভোলা মোহনা ডায়াগনস্টিক এন্ড হাসপাতালে তিন জমজ সন্তান প্রসব হয়েছে। সুস্থ রয়েছে মা ও নবজাতকরা। আজ বৃহস্পতিবার বিকেলে গাইনী বিশেষজ্ঞ ডাক্তার সুমাইয়া আক্তার এ সফল সিজার করেন। আজ বৃহস্পতিবার বিকেলে এ সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়। সুস্থ মা-বাবা, ডাক্তাকে অভিনন্দন জানিয়েছেন মোহনা ডায়াগনস্টিক এন্ড হসপিটাল পরিচালনা পর্ষদ।
ভোলার লালমোহন উপজেলার চরভুতা ইউনিয়নের কিন্টারগার্ডেন শিক্ষক মোহাম্মদ ইব্রাহিম এর স্ত্রী সুমাইয়া বেগমের গর্ভে এই ৩ জমজ সন্তান জন্মগ্রহণ করে। আগে থেকেই জমজ সন্তান জন্ম গ্রহণের কথা জানলেও পুরো পরিবার জুড়ে ছিল আতঙ্কের ছাপ। কেমন হয়? কি হয়? এ সকল আতঙ্কের অবসান ঘটে বৃহস্পতিবার বিকেলে। ডাক্তার সুমাইয়া আক্তার (এমবিবিএস এফসিপিএস) অস্ত্রোপচার (সিজার)করেন। অস্ত্র পাচার (সিজারে) বা অবশ করেন ডাক্তার আহাদ হোসেন (এমবিবিএস এমডি)। নবজাতকের মধ্যে দুটি ছেলে ও একটি মেয়ে। বর্তমানে মা ও নবজাতক মোহনা ডায়াগনস্টিক এন্ড হসপিটাল ভর্তি রয়েছেন। তারা সুস্থ রয়েছেন বলে জানিয়েছেন ডাক্তার। মা, নবজাতক, ডাক্তারসহ সংশ্লিষ্ট পরিবারকে অভিনন্দন জানিয়েছেন, মোহনা ডায়াগনস্টিক এন্ড হসপিটাল এর চেয়ারম্যান প্রফেসর ডাক্তার আব্দুল কাদের, ব্যবস্থাপনা পরিচালক জামাল উদ্দিন, সহকারি ব্যবস্থাপনা পরিচালক মাকসুদুর রহমানসহ পরিচালকবৃন্দ।