মানব সেবার পুরস্কার পেলো ভোলা যুব রেড ক্রিসেন্ট

DipKantha
DipKantha
প্রকাশিত: ১:০২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৬, ২০২২

এইচ আর সুমন।।

করোনার সময়ে মানব সেবায় বিশেষ অবদান রাখায় বাংলাদেশ যুব রেড ক্রিসেন্ট সোসাইটির ভোলা জেলা ইউনিটকে সম্মাননা স্মারক দিয়েছে অনলাইন নিউজ পোর্টাল ঢাকা পোস্ট। ঢাকা পোস্টের বর্ষপূর্তি অনুষ্ঠানে এই সম্মাননা স্মারক তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি পুলিশ সুপার সাইফুল ইসলাম। সংস্থাটির পক্ষ থেকে এই সম্মাননা গ্রহণ করেন যুব প্রধান আদিল হোসেন।

দৈনিক আজকের ভোলা পত্রিকার সম্পাদক আলহাজ্ব মুহাম্মদ শওকাত হোসেনেরসভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রবীণ সাংবাদিক আবু তাহের, উপাধ্যক্ষ মোবাশ্বিরুল হক নাঈম, ভোলা প্রেসক্লাব সম্পাদক অমিতাভ অপু, সহসভাপতি জুন্নু রায়হান, কণ্ঠশিল্পী মনির চৌধুরী, সাংবাদি মোকাম্মেল হক মিলন, শাহদাত শাহীন, নাছির লিটন, কামরুল ইসলাম, এম হেলালউদ্দিন, আবিদুল আলম, এইচএম জাকির, জুয়েল সাহ, এইচ আর সুমন, ঢাকা পোস্টের ভোলা জেলা প্রতিনিধি ইমতিয়াজুর রহমান।