ভোলায় শিক্ষক লাঞ্ছিতে আসামি গ্রেফতারে পুলিশ সুপারকে স্মারকলিপি

DipKantha
DipKantha
প্রকাশিত: ১২:১৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৬, ২০২২

স্টাফ রিপোর্টার//

ভোলায় শিক্ষক লাঞ্ছিতের ঘটনায় আসামি গ্রেফতার ও বিচারের দাবিতে পুলিশ সুপারকে স্মারকলিপি দিয়েছে ভোলার সকল শিক্ষক সংগঠন। আজ বুধবার পুলিশ সুপার কার্যালয় শিক্ষক নেতারা এ স্মারকলিপি প্রদান করেন।

জেলা সভাপতি অধ্যক্ষ সাফিয়া খাতুনের স্বাক্ষরিত স্মারকলিপিতে উল্লেখ করা হয়, গত ২২ জানুয়ারি ২০২২ ইং ভোলা মাসুমা খানম বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ইসমাইল হোসেন মনিরের উপর সন্ত্রাসী মোহাম্মদ আলী গংরা অতর্কিত হামলা করেন। পরের দিন ভোলা সদর থানায় মামলা করা হয়। মামলা নং ৫২। কিন্তু মামলার ২৫ দিন অতিবাহিত হলেও এখন পর্যন্ত পুলিশ কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারেনি। উল্টো আসামিরা বিভিন্ন শিক্ষকদেরকে হুমকি প্রদান করে চলছে। এ নিয়ে শিক্ষক নেতারা ক্ষোভে প্রকাশ করেন। আগামী ২৪ ঘন্টার মধ্যে সন্ত্রাসী মোহাম্মদ আলী গংদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান।

পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম শিক্ষক নেতাদের স্মারকলিপি গ্রহণ করে তাদের সাথে মতবিনিময় সভায় মিলিত হন। মৌখিকভাবে শিক্ষক নেতাদের সকল বিষয় শোনেন। পরে তিনি দ্রুত সময়ের মধ্যে আসামিদের গ্রেপ্তারের আশ্বাস দেন।

স্মারকলিপি প্রদানে উপস্থিত ছিলেন ভোলা জেলা বাকশিস সভাপতি ও নাজিউর রহমান কলেজের অধ্যক্ষ মাকসুদুর রহমান, শিক্ষক সমিতি (কামরুজ্জামান) ভোলা সদর উপজেলা সাবেক সভাপতি জাকির হোসেন তালুকদার, সদর উপজেলা সভাপতি আমির হোসেন, জেলা সাংগঠনিক সম্পাদক হাসান মিজানুর রহমান মিঠু, মাসুমা খানম বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ইব্রাহিম, ওবায়দুল হক বাবুল মোল্লা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেম, পরাণগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রব, ভোলা টাউন কমিটি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেহেদী হাসান, টাউন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মহিউদ্দিন, শান্তির হাট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তোফায়েল আহমেদ, সহকারি শিক্ষক কল্যাণ তহবিলের সভাপতি জামাল উদ্দিন, সাধারণ সম্পাদক আনোয়ার পারভেজ, শিক্ষক নেতা ইমরান হোসেন, মোহাম্মদ মুসা কালিমুল্লাহ, আশরাফুল আলম, মুস্তাফিজুর রহমানসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও শিক্ষকগণ উপস্থিত ছিলেন।