ঘরে ঘরে গ্যাসের সংযোগের দাবিতে ভোলায় মানববন্ধন
![](https://dipkantha.com/wp-content/uploads/2022/02/IMG_16022022_185656_622_x_420_pixel.jpg)
![](https://dipkantha.com/wp-content/plugins/print-bangla-news/assest/img/print-news.png)
এইচ আর সুমন//
ঘরে ঘরে গ্যাসের সংযোগ দেওয়ার দাবিতে মানববন্ধন করেছেন ভোলার দুই শতাধিক মানুষ। আজ মঙ্গলবার শহরের খেয়াঘাট সড়ক এলাকার সুন্দরবন গ্যাস কোম্পানি লিমিটেড কার্যালয়ের সামনে মানববন্ধন ও বিক্ষোভ করেন তাঁরা। এ সময় কোম্পানিটির ব্যবস্থাপক জগদীশ চন্দ্র কুণ্ডু গাড়ি নিয়ে বের হতে গেলে তাঁকেও আটকে দেন আন্দোলনকারীরা। পরে নিজের অপারগতা জানানোর আধা ঘণ্টা পর তাঁকে যেতে দেন আন্দোলনকারীরা।
ঘরে ঘরে গ্যাস চাই আন্দোলন কমিটি’র ব্যানারে এ মানববন্ধনে কমিটির সভাপতি মোবাশ্বির উল্লাহ চৌধুরী বলেন, ‘বাপেক্স ভোলায় আরও নতুন তিনটি গ্যাসক্ষেত্রের সন্ধান পেয়েছে। সেগুলোতে বিপুল পরিমাণ গ্যাস মজুত রয়েছে, যার খুব সামান্যই ৪টি বিদ্যুৎকেন্দ্র, ৩টি কারখানাসহ ২ হাজার ৩৫০টি আবাসিক সংযোগে ব্যবহার করা হচ্ছে। ভোলাবাসীকে গ্যাস সরবরাহ করলেও মজুতের সামান্যই খরচ হবে। কিন্তু আমরা গ্যাস পাওয়ার দাবিদার হলেও আমাদের গ্যাস দেওয়া হচ্ছে না।’
ঘরে ঘরে গ্যাস চাই আন্দোলন কমিটি’র ব্যানারে এ মানববন্ধনে কমিটির সভাপতি মোবাশ্বির উল্লাহ চৌধুরী বলেন, ‘বাপেক্স ভোলায় আরও নতুন তিনটি গ্যাসক্ষেত্রের সন্ধান পেয়েছে। সেগুলোতে বিপুল পরিমাণ গ্যাস মজুত রয়েছে, যার খুব সামান্যই ৪টি বিদ্যুৎকেন্দ্র, ৩টি কারখানাসহ ২ হাজার ৩৫০টি আবাসিক সংযোগে ব্যবহার করা হচ্ছে। ভোলাবাসীকে গ্যাস সরবরাহ করলেও মজুতের সামান্যই খরচ হবে। কিন্তু আমরা গ্যাস পাওয়ার দাবিদার হলেও আমাদের গ্যাস দেওয়া হচ্ছে না।’
মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ঘরে ঘরে গ্যাস চাই আন্দোলন কমিটির সাধারণ সম্পাদক আবদুল জলিল, নির্বাহী সদস্য মহিউদ্দিন আহমেদ, বেলাল শিকদার, জেলা ইমারত শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সদস্য, মো রবিউল আলম প্রমুখ।