প্রকাশিত: ৭:১২ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১৩, ২০২২
সাবেক পৌর মেয়র মাকসুদুর রহমান (জমিদার) আর নেই
মোঃ মিরাজ হোসাইন//
দৌলতখান উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি ও পৌরসভার মেয়র মাকসুদুর রহমান সিকদার ( জমিদার) ঢাকা উত্তরা বাংলাদেশ মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। তিনি দীর্ঘ দিন ধরে লিভারজনিত কারনে ভুগছিলেন। তবে গতকাল তিনি হার্ট অ্যাটাক করে মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর।
শনিবার (১২ ফেব্রুয়ারী) রাত ৯টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি স্ত্রী, ১ ছেলে, ১ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী ও আত্মীয়স্বজন রেখে যান।
২০০২ সালে তিনি পৌর মেয়র নির্বাচিত হয়ে দায়িত্ব সফলতার সঙ্গে পালন করেন। তিনি দৌলতখানের সর্বজনস্বীকৃত একজন মানুষ হিসেবে পরিচিত ছিলেন। তার মৃত্যুতে উপজেলা বিএনপি, আওয়ামী লীগ ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ গভীর শোক প্রকাশ করেছেন।