চরফ্যাশন স্বপ্নের বাজার সুপার শপের উদ্বোধন

DipKantha
DipKantha
প্রকাশিত: ৯:২৯ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১০, ২০২২

 

স্টাফরিপোর্টার //

ব্যাপক উৎসাহ ও আনন্দ মুখর পরিবেশের মধ্য দিয়ে “সাধ্যের মধ্যে স্বপ্নের বাজার” শ্লোগান নিয়ে চরফ্যাশনে স্বপ্নের বাজার সুপার শপ ১০ ফেব্রুয়ারী বৃহস্পতিবার সকাল দশটায় উদ্বোধন করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চরফ্যাশন পৌরসভার মেয়র মোঃ মোরশেদ। অন্যদের মধ্যে জিন্নাগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ হোসেন মিয়া, চরফ্যাশন সরকারি কলেজ জামে মসজিদের ইমাম মাওলানা মজিবুর রহমান, চরফ্যাশন খাসমহল জামে মসজিদের ইমাম মাওলানা রফিকুল ইসলাম, দুলারহাট মুসলেমিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা রুহুল আমীন, মাওলানা আনাস, চরফ্যাশন প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি সাংবাদিক এম আবু সিদ্দিকও চরফ্যাশন প্রেসক্লাবের সহসভাপতি কামাল হোসেন মিয়াজি, দ্বীপকন্ঠের বার্তা সম্পাদক সাংবাদিক এম লোকমান হোসেন প্রমুখ।
দোয়া ও মুনাজাত শেষে চরফ্যাশন পৌরসভার মেয়র মোঃ মোরশেদ ফিতা কেটে স্বপ্নের শপের উদ্বোধন করেন।
চরফ্যাশনের প্রাণ কেন্দ্র সদর রোডস্হ শরীফ পাড়ায় ওই শপের উদ্বোধন উপলক্ষে পুরো ভবনটিকে সাজানো হয়েছে নানা সাজে।
স্বপ্নের বাজার সুপার শপের পরিচালক সাংবাদিককে বলেন, আমাদের শপে নিরাপদ খাদ্য, গোস্ত, কৃষি পণ্যসহ মুদি মালামাল,বাইনারি পণ্য, ফল দেশি, বিদেশি, কসমেটিক, সিরামিক, মাটির তৈরি প্লেট, ইলেকট্রনিক্স, প্লাস্টিক, মেলামাইন, বেকারি, ফাষ্টফুট, শিশুদের বিভিন্ন খেলনা, দুধ, দধি, আইসক্রীম, খাটু মধু, খেজুরের মিঠাই৷ জ্বালানি গ্যাস, ঔষধসহ সকল ধরনের নিত্য প্রয়োজনীয় পণ্য এখানে বিক্রি করা হবে। এছাড়া অনলাইনে ও পণ্য বিক্রি করা হবে।
তিনি তাদের উদ্যোগকে এগিয়ে নিতে চরফ্যাশনের সকল পেশার মানুষের সহযোগিতা কামনা করছে।