ভোলায় প্রচেষ্টা প্রকল্পের কোভিড-১৯ সুরক্ষা উপকরণ বিতরণ

DipKantha
DipKantha
প্রকাশিত: ৩:১৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৯, ২০২২
এইচ আর সুমন//
ভোলায় প্রচেষ্টা প্রকল্পের কোভিড-১৯ স্বাস্থ্য সুরক্ষা উপকরণ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গত (৭ই ফেব্রুয়ারি সোমবার) সকাল ১১টায় ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়ন পরিষদের সভা কক্ষে ধনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমদাদ হোসেন কবিরের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার মোঃ তৌহিদুল ইসলাম, নতুন কুড়িঁ শিশু বান্ধব কেন্দ্র (সিএফএস) এর এবং কোভিড-১৯ সুরক্ষা উপকরণ বিতরণ এর শুভ উদ্বোধন করেন।সিআরএসএস-প্রচেষ্টা প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক মিঃ আগষ্টিন বৈরাগী প্রকল্প ব্যবস্থাপক প্রকল্পের লক্ষ্য ও কর্ম প্রক্রিয়া তুলে ধরে তিনি বলেন সেন্টার ফর রুরাল সাভির্স সোসাইটি (সিআরএসএস) প্রচেষ্টা কর্তৃক আয়োজিত কঘঐ কেএনএইচ এর সহায়তায় ভোলা সদর উপজেলার ৪টি ইউনিয়নে (পূর্ব ইলিশা, পশ্চিম ইলিশা, ধনিয়া ও চর সামাইয়া ইউনিয়ন সমূহের ২৪০০ আত্ম-সহায়ক দলের সদস্য ও ১০০ জন কিশোরীদের মাঝে কোভিড-১৯ সুরক্ষা উপকরণ (৫০ মাস্ক ও ৬টি সাবান) এবং ৬০০ শিশুদের মাঝে ড্রয়িং কিড্স বিতরণ করা হবে। আলোচনা সভায় প্রধান অতিথী বক্তব্যে বলেন নারীর ক্ষমতায়ন, শিশু শিক্ষা, বাল্য বিবাহ নিরসন, পারিবারিক সহিংসতা নিরসনের উপর আলোকপাত করেন। তিনি বর্তমান করোনা পরিস্থিতিতে সিআরএসএস কোভিড-১৯ সুরক্ষা উপকরণ বিতরণ কর্মসূচীর প্রসংসা করে বলেন এর ফলে শিশুদের ড্রয়িং কিড্স বিতরণের ফলে তাদের মানসিক স্বাস্থ্য ভাল থাকবে। এটি একটি সময়পোযোগী কাযক্রম। তিনি আরো বলেন “সচেতন নারী অর্থ সুরক্ষিত পরিবার।’’ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন চাইল্ড প্রটেকশন অফিসার মিসেস নওমি বিশ্বাস। অনুষ্ঠান সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন প্রকল্প অফিসার মোঃ সোহেল রানা, কমিউনিটি ফেসিলিটেটর, মোঃ তারেক।