কুকুরের কামড়ে একদিনেই আহত ৬

DipKantha
DipKantha
প্রকাশিত: ৭:২৫ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ৫, ২০২২

এম মিরাজ হোসাইন//

দৌলতখান উপজেলার বিভিন্ন স্থানে একদিনেই পাগলা কুকুরের কামড়ে ৫ শিশু আহত হয়েছে।
শনিবার ওই কুকুরের কামড়ে আহত হন দৌলতখান পৌরসভা ৭নম্বর ওয়ার্ডের হাজিপুর মাদ্রাসা এলাকার মোঃ নিরবের ছেলে মোঃ রিহাম (৮),ফারুখ মাস্টার বাড়ীর জয়নাল হাজারীর ছেলে মোঃ আফনান (১০), মোঃ সাইফুল ইসলামের ছেলে মোঃ রোহান (১০), একই বাড়ীর আবুল খায়ের ছেলে মোঃ রিসাম ও কামাল হোসেনের মা বিবি ছাকিনা বেগম (৭৫),পৌর ৮নম্বর ওয়ার্ডের বাসিন্দা দীন ইসলামের মেয়ে ফাতেমা (২)। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।

হাসপাতাল, এলাকা ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, গত কয়েক দিন ধরে উপজেলার বিভিন্ন এলাকায় বেওয়ারিশ কুকুরের উপদ্রব চরমভাবে বৃদ্ধি পেয়েছে। ওই সব কুকুরের জ্বালাতনে অতিষ্ঠ হয়ে উঠেছে সাধারণ মানুষ। বেওয়ারিশ কুকুড়গুলো রাস্তাঘাট, হাটবাজার ও বিভিন্ন বাড়ির উঁচু স্থানে আশ্রয় নিয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা: পিয়াস কান্তি সাহা বলেন, যারা কুকুরের কামড়ে আহত হয়েছেন,তাদের চিকিৎসা দেওয়া হয়েছে। কেউ কেউ হাসপাতাল থেকে ভ্যাকসিন নেন,আবার কেউ কেউ বাহির থেকে কিনে নিয়ে আসলে আমরা পুশ করে দেই।