ভোলার লালমোহন কাশ্মীর বাজারে অগ্নিকান্ডে ১জনের মৃত্যু
স্টাফ রিপোর্টার//
ভোলার লালমোহন উপজেলাধীন লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নের কাশ্মীর বাজারে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। ওই ভয়াবহ আগুনের দৃশ্য দেখে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে৷ আগুন নিয়ন্ত্রণে আনার আগেই পুড়ে ছাই হয়ে গেছে ৭ টি ব্যবসা প্রতিষ্ঠান৷ এই অগ্নিকাণ্ডে ৩০ লক্ষ টাকার ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেছেন ব্যবসায়ীরা৷ বুধবার (২ ফেব্রুয়ারী) রাত আনুমানিক ৪ টার দিকে এমন অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানায়, গভীর রাতে কাশ্মীর বাজারের দিদার মিয়ার চায়ের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়৷ দাউ দাউ করে বাজারে আগুন লাগার দৃশ্য দেখে মোসলেউদ্দিন সরদার (৫৫) নামের এক ব্যবসায়ী হার্ট অ্যাটাক করে মৃত্যুবরণ করেন৷ স্থানীয় লোকজন শত চেষ্টা করেও আগুন নেভাতে পারে নি৷ খবর পেয়ে পার্শ্ববর্তী উপজেলা চরফ্যাশনের ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভাতে সক্ষম হয়৷ ঠিক ততক্ষনে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে মুদি, ফার্মেসি, চায়ের দোকান ও কীটনাশকের দোকানসহ ৭টি গুরুত্বপূর্ণ ব্যবসায়ী প্রতিষ্ঠান৷ অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের সমবেদনা জানিয়েছেন লর্ডহার্ডিঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আবুল কাশেম মিয়াঁ৷ ঘটনা শুনে ভোলা জেলা প্রশাসক মৃত মোসলেউদ্দিন সরদারের পরিবারকে প্রাথমিকভাবে ২৫ হাজার টাকা অনুদান দেবে বলে নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান৷