ভোলায় ইউপি সদস্যদের শপথ গ্রহণ
এইচ এ শরীফ//
ভোলার বোরহানউদ্দিন উপজেলার ৭টি ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত ইউপি সদস্যদের শপথ অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (১লা ফেব্রুয়ারী) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ শপথ বাক্য পাঠ করান উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল রহমান।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ। ভাইস চেয়ারম্যান রাসেল আহমেদ মিয়া। নির্বাচন অফিসার মোঃ শহিদুল্লাহসহ সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান বৃন্দ। শপথ গ্রহণ অনুষ্ঠানের পূর্বে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে চুক্তিপত্র জমা দেন নব-নির্বাচিত ইউপি মেম্বর সদস্যবৃন্দ। এদিন, বড় মানিকা, কুতুবা,পক্ষিয়া, দেউলা, কাচিয়া,টবগী ও হাসাননগর ৭টি ইউনিয়নের মোট ৬৩ জন পুরুষ ও ৯ জন সংরক্ষিত সদস্য নব-নির্বাচিত ইউপি সদস্যগণ শপথ গ্রহণ করেন। শেষে সংক্ষিপ্ত বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুর রহমান বলেন,নব-নির্বাচিত জনপ্রতিনিধিদের দেশের স্বার্থে ঐক্যবদ্ধভাবে জনগনের খেদমত করার জন্য জনগন আপনাদেরকে নির্বাচিত করেছেন। সরকারের সকল কর্মকান্ড ও উন্নয়নের ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতার সাথে নব-নির্বাচিত সদস্যদের দায়িত্ব পালনের আহবান জানান।