চরফ্যাশনে সাংবাদিক সফিকের মায়ের ইন্তেকাল

DipKantha
DipKantha
প্রকাশিত: ৩:৩০ অপরাহ্ণ, জানুয়ারি ৮, ২০২২

স্টাফ রিপোর্টার//

দ্বীপকন্ঠ ডটকমের শশিভূষণ থানা প্রতিনিধি, বাংলাদেশ অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন চরফ্যাশন উপজেলা শাখার অন্যতম সদস্যও উত্তর চরমানিকা লতিফিয়া দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক ও এশিয়া মাল্টিপারপাস কো- অপারেটিভ সোসাইটি লিমিটেডের শশিভূষণ শাখা একাউন্ট অফিসার সাংবাদিক মাওলানা মোঃ সফিকুল ইসলামের মাতা শনিবার ৮ জানুয়ারি সকাল ৯. ৩০ মিনিটে নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহে ওয়া ইন্নাইলাহির রাজিউন। দুপুর ২ টায় শশিভূষণ বাজার সংলগ্ন নিজ বাড়িতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়েছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল (৭০)। তিনি স্বামী, ৪ ছেলে ও ৩ মেয়েসহ অগনিত আত্মীয় স্বজন গুনোগ্রাহি রেখে গেছেন। মরহুমার জানাযার নামাযে উপজেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান, উওর চরমানিকা লতিফিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা সালেহ উদ্দিন, সহকারী শিক্ষক সাংবাদিক এম লোকমান হোসেন, মাওলানা ওমর ফারুক জিহাদী, মোঃজসিম উদ্দিন, মোঃ তরিকুল ইসলামসহ বিভিন্ন পেশার শত শত লোক অংশ গ্রহন করেন।
তারা শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং মরহুমার আত্নার মাগফিরাত কামনা করেন।