ঐতিহ্যবাহী বোরহানউদ্দিন কামিল মাদ্রাসার শত বছর উৎযাপন
এইচ এ শরীফ //
ভোলা জেলার বোরহানউদ্দিরনের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ বোরহানউদ্দিন কামিল মাদ্রাসা শত বছরে পদার্পণ করেছে আজ শনিবার ৮ জানুয়ারি ২০২২। জানা গেছে, ১৯২১ সালে জমিদার কিশোরী লাল রায়ের ঐকান্তিক প্রচেষ্টায় এটি প্রতিষ্ঠিত হয় । প্রতিষ্ঠানটির সফলতার এই দীর্ঘ পথচলাকে স্মরণীয় করার লক্ষ্যে দিন ব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে।
শনিবার ৮ জানুয়ারি মাদ্রাসায় দিন ব্যাপী অনুষ্ঠান মালার উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। দিনব্যাপী নানা বয়সের প্রায় বারোশত ডেলিগেট মাদ্রাসা ক্যাম্পাসে উপস্থিত হন। দীর্ঘদিন পর সাবেক বন্ধুদের পেয়ে এক আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়। স্মৃতিকাতর হয়ে পড়েন অনেক সাবেক শিক্ষার্থী ।
জাতিয় সংগীতের সাথে জাতীয় পতাকা ও শতবর্ষের পতাকা উত্তোলন করে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল।প্রধান অতিথির বক্তব্য দেন টেলিকনফারেন্সিসিংয়ের মাধ্যমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক বানিজ্য মন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগ উপদেষ্টা পরিষদ সদস্য জননেতা তোফায়েল আহাম্মেদ এমপি ভোলা -১
এসময় তিনি বলেন, বর্তমান সরকার শিক্ষাকে সবোর্চ্চ অগ্রাধিকার দিয়েছে। বোরহানউদ্দিন কামিল মাদ্রাসার উন্নয়নে সবার্ত্বক সহযোগিতার আশ্বাস দেন। সভায় স্বাগত বক্তব্য রাখেন মাদ্রাসার অধ্যক্ষ আহমদ উল্ল্যাহ আনছারি
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন,
ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। এক্ষেত্রে শিক্ষা অগ্রগণ্য। মাদ্রাসার অবকাঠামো উন্নয়নের আশ্বাস দেন তিনি। পরে মনমাতানো গঠনমূলক চমৎকার বক্তব্য রাখেন
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুর রহমান। তিনি বলেন, এশিয়া মহাদেশে মাদ্রাসা ছাত্রদের অবদান স্বরণ করার মত,তবে ইংরোজরাসহ অনেকে মুসলমানদের কোনঠাসা করায় আজ তারা মাঝে মাঝে পিছিয়ে পড়ছে।
তবে বর্তমানে মাদ্রাসা ছাত্ররাই বিশ্ববিদ্যালয়সহ সরকারি বড় বড় চাকরিতে অনেক ভূমিকা রাখছে।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন,
বাংলাদেশ ইসলামি বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্ট্যাডিজ বিভাগের চেয়ারম্যান প্রফেসর আ.ন.ম রফিকুর রহমান আল-মাদানী, ইসলামি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মো. ইকবাল হোসাইন, ড. মোহাম্মদ অলী উল্যাহ, চট্রগ্রাম বিশ্ববিদ্যালযের প্রফেসর ড. নূরে আলম, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের পরিদর্শক ড. মো. জাভেদ, বোরহানউদ্দিন কামিল মাদ্রাসার অধ্যক্ষ এ,বি আহমদ উল্যাহ আনছারী প্রমুখ।