বোরহানউদ্দিনে এক ব্যক্তির লাশ উদ্ধার

DipKantha
DipKantha
প্রকাশিত: ৪:১৪ অপরাহ্ণ, ডিসেম্বর ৩০, ২০২১

এইচ এ শরীফ //

ভোলার বোরহানউদ্দিন উপজেলার টবগী ইউনিয়ন থেকে মোঃ হান্নান (৩২) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে বোরহানউদ্দিন থানা পুলিশ। আজ বৃহস্পতিবার সকাল ১১টার দিকে এ লাশ উদ্ধার করা হয়। নিহত ব্যক্তি এলাকার ১ নং ওয়ার্ডের মৃত আ: রবের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, সকালে ইউনিয়নের আবুল বাজার এলাকায় লাশটি পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন। পরে তারা থানায় খবর দেয় দিলে পুলিশ লাশটি উদ্ধার করে।

বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন ফকির বলেন, ময়নাতদন্তের জন্য লাশ জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এবিষয়ে থানায় একটি ইউডি মামলা দায়ের করা হবে।