বোরহানউদ্দিনে ৯ আওয়ামী বিদ্রোহী প্রার্থী বহিস্কার
বোরহানউদ্দিন প্রতিনিধি//
ভোলার বোরহানউদ্দিনে দলীয় সিদ্ধান্ত না মানায় ৯ আওয়ামী লীগ নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। উপজেলা আওয়ামী লীগের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
মঙ্গলবার (১৪ ডিসেম্বর) উপজেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় দলীয় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে ৷ বহিষ্কারকৃতরা হলেন, মোঃ হারুন অর রশিদ যুগ্ম সাধারণ সম্পাদক হাসান নগর ইউনিয়ন আ’লীগ, মোঃ আলামিন সাধারণ সম্পাদক বড়মানিকা ইউনিয়ন আ’লীগ, মোঃ জসিম উদ্দিন হাওলাদার সহ-সভাপতি টবগী ইউনিয়ন আ’লীগ, মোঃ বেলায়েত হোসেন সাধারণ সম্পাদক টবগী ইউনিয়ন আ’লীগ, নুরুল আমিন নিরব মিয়া সভাপতি কাচিয়া ইউনিয়ন আ’লীগ, আসাদুজ্জামান বাবুল সদস্য উপজেলা আ’লীগ, মোঃ কাজী কামাল ত্রান ও সমাজ কল্যাণ সম্পাদক উপজেলা আ’লীগ, মোঃ মানিক হাওলাদার সহ-সভাপতি ইউনিয়ন আ’লীগ ও আলাউদ্দিন সর্দার সহ-সভাপতি উপজেলা যুবলীগ।
বহিস্কৃতরা আজ থেকে আ’লীগের কোন পদ পদবী ব্যবহার করতে পারবেনা বলে সভায় জানানো হয় ৷ এসময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি জসিম উদ্দিন হায়দার, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন ৷