প্রকাশিত: ১:৫৫ অপরাহ্ণ, ডিসেম্বর ১৫, ২০২১
কোস্টগার্ডের অভিযানে ৮ মণ জাটকা আট
এম লোকমান হোসেন //
জাটকা সংরক্ষণ অভিযানের অংশ হিসেবে ভোলার চরফ্যাশন উপজেলা মৎস্য কর্মকর্তা মারুফ হোসেন মিনারের নির্দেশে বাংলাদেশ কোষ্টগার্ড চরমানিকা কন্টিনজেন্ট কমান্ডার হারুন অর রশিদের নেতৃত্বে (১৫ ডিসেম্বর ) বুধবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বুড়াগৌরাঙ্গ নদীর চর কলমী এলাকায় অভিযান চালিয়ে ১টি কেরিন ট্রলার থেকে ৮ মন জাটকা ইলিশ মাছ আটক করেছেন। পরে
আটককৃত ৮ মন জাটকা ইলিশ মাছ গুলো চর কচ্ছপিয়া কোষ্ট গার্ডের অফিসের সামনে ৫ টি এতিম খানা, মাদ্রাসা ও গরিব দুস্থ পরিবারদের মধ্যে বিতরণ করেন । উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তার প্রতিনিধি এসময় উপস্থিত ছিলেন। বাংলাদেশ কোষ্টগার্ড চর মানিকা ষ্টেশন কন্টিনজেন্ট কমান্ডার হারুন অর রশিদ সাংবাদিককে এ তথ্য নিশ্চিত করেছেন।