শশীভূষনে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

DipKantha
DipKantha
প্রকাশিত: ৭:৪৩ অপরাহ্ণ, ডিসেম্বর ১৪, ২০২১

 

এ.আর. রাসেল//

শশীভূষনে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়েছে। রসুলপুর ইউনিয়ন আওয়ামীলীগ দলীয় অফিস কার্যালয়ে আজ মঙ্গলবার সকাল ১১ টায় শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বীর বাঙ্গালীর বীর শহীদ দের স্বরনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।অনুষ্ঠানে রসুলপুর ইউপি চেয়ারম্যান,ইউনিয়ন আওয়ামীলীগ সাধারন সম্পাদক জহিরুল ইসলাম পন্ডিত,সহ সভাপতি সাহাদাত হোসেন ছাদু মোল্লা, শশীভূষন থানা আওয়ামী যুবলীগ আহবায়ক ফারুক হোসেন জুয়েল, রসুলপুর ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি বিল্লাল প্রমুখ বক্তব্য প্রদান করেন। শশীভূষন বেগম রহিমা ইসলাম কলেজ মিলনায়তনে ভারপ্রাপ্ত অধ্যক্ষ শরীফুল আলম সোয়েবের সভাপতিত্বে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে রচনা প্রতিযোগিতা ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্নজীবণীর উপর পুরষ্কার বিতরন করা হয়।
এসময় শশীভূষন প্রেসক্লাব সভাপতি প্রভাষক তাপস দেবনাথ বক্তব্য প্রদান করেন। সভায় বক্তারা বীর শহীদ দের আত্নার মাগফেরাত কামনা করে বলেন শহীদ বুদ্ধিজীবী ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্নত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি লাল সবুজের পতাকা। আজ বিশ্বের মানচিত্রে আমরা স্বাধীন বাঙ্গালী হিসাবে মাথা উচু করে পরিচয় দেওয়ার সুযোগ পেয়েছি। এছাড়াও রসুলপুর ডিগ্রী কলেজ, হাজারীগঞ্জ অধ্যক্ষ নজরুল ইসলাম কলেজ সহ বিভিন্ন প্রতিষ্ঠানে এ দিবসটি পালন করা হয়।