ভোলায় কৃষক দলের প্রতিষ্টা বার্ষিকী পালিত

DipKantha
DipKantha
প্রকাশিত: ৬:১৩ অপরাহ্ণ, ডিসেম্বর ১১, ২০২১

এইচ আর সুমন//

নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশম জাতীয়তাবাদী কৃষক দলের ৪১তম প্রতিষ্টা বার্ষিকী পালিত হয়েছে।  জেলা কৃষক দলের আয়োজনে শনিবার এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

কৃষক দলের কেন্দ্রীয় কমিটির বরিশাল বিভাগীয় সহ- সাংগঠনিক ও ভোলা জেলা কৃষকদলের সভাপতি আবদুর রহমান সেন্টুর সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএন পির সিনিয়র যুগ্ম সম্পাদক আলহাজ্ব হুমায়ুন কবির সোপান, প্রধান বক্তা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এনামুল হক, বিশেষ অতিথি ভোলা সদর উপজেলা বিএনপির সদস্য সচিব হেলাল উদ্দীন,জেলা বিএনপির যুগ্ম সম্পাদক কবির হোসেন, এ সময় আরো উপস্থিত ছিলেন ভোলা জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি ফখরুল ইসলাম ফেরদৌস, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক খন্দকার আল আমিন,সিনিয়র সহ-সভাপতি আকবর হোসেন, সহ-সভাপতি হাফিজুর রহমান তসলিম মুনতাসির আলম রবিন চৌধুরী, জাকির হোসেন মনির,লুকু চৌধুরী, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক ভারঃ মোঃ তানভীর হোসেন তালুকদার, জেলা কৃষক দলের সিনিয়র সহ সভাপতি এডঃ ইউছুফ, সিনিয়র যুগ্ম সম্পাদক মিজানুর রহমান আরজু, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমা‌ন আলমগীর, প্রচার সম্পাদক নাজিম উদ্দিন, দপ্তর সম্পাদক সিরাজুল ইসলাম, ভোলা সদর উপজেলা শ্রমিক দলের সভাপতি আওলাদ হোসেন বাহার, ভোলা সদর উপজেলা কৃষক দলের সভাপতি কাজী সাইফুল ইসলাম শাহীন, জেলা কৃষক দলের সহ সভাপতি আবুল কাশেম বাবুলসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। দোয়া মোনাজাত পরিচালনা করেন ভোলা বড় জামে মসজিদের ইমাম আলহাজ্ব মাওলানা নুরে আলম। আলোচনা সভায় বক্তারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সু চিকিৎসার দাবিতে খুব দ্রুত বিদেশে পাঠানোর ব্যবস্থা জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।