ভোলায় বেগম রোকেয়া দিবস পালিত


স্টাফ রিপোর্টার//
‘নারী নির্যাতন বন্ধ করি, কমলা রঙের বিশ্ব গড়িশ্লোগানে ভোলার দৌলতখানে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও মহীয়সী নারী বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে।
বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) দৌলতখান উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ তারেক হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দৌলতখান উপজেলা ভাইস চেয়ারম্যান সিদ্দিক মিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান আইনুন নাহার রেনু, উপজেলা মহিলা বিষয়কের হিসাব রক্ষক কাম ক্রেডিট সুপার ভাইজার মো. হুমায়ুন কবির।
দিবসটি উপলক্ষে দৌলতখান উপজেলায় ৫ শ্রেষ্ঠ জয়িতা হিসেবে,শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সফল্য অর্জনকারী বাছেতুন্নাহার, সমাজ উন্নয়নে অবদান রাখায় আচিয়া বেগম, সফল জননী হোসনে আরা চৌধুরী, অর্থনৈতিক-ভাবে সাফল্য অর্জনকারি হিসেবে ফারুল বেগম, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করা আমেনা বেগম সাথীকে সংম্বর্ধনা দেওয়া হয়। এ সময় ওই জয়িতা ৫ নারীকে সম্মাননা ক্রেস্ট তুলেদেন উপজেলা নির্বাহী অফিসার।