ভোলায় শহীদ শেখ ফজলুল হক মনির জন্মদিন পালিত

DipKantha
DipKantha
প্রকাশিত: ৫:৫০ অপরাহ্ণ, ডিসেম্বর ৪, ২০২১

 

এইচ এ শরীফ //

ভোলায় শহীদ শেখ ফজলুল হক মনির ৮৩ তম জন্মদিন পালিত হয়েছে। সাবেক জেলা ছাত্রলীগ সভাপতি ও যুবলীগ নেতা মোস্তাক আহমেদ শাহীন এর নেতৃত্বে জাঁকজমকপূর্ণ ভাবে কেককাটা, আলোচনা সভা ও র‌্যালীর মধ্যে দিয়ে আজ এ জন্মদিন উজ্জাপিত হয়।

সকালে যুবলীগের অস্থায়ী কার্যলয়ে নেতাকর্মীদের উপস্থিতিতে কেক কাটা হয়। পরে শেখ মনির জীবনী তুলে ধরে আলোচনা সভায় অনুষ্ঠিত হয়। শেষে প্যাষ্টুন ব্যানার ভ্যানপার্টিসহ বর্ণাঢ র‍্যালীটি পুরো ভোলা শহর প্রদক্ষীন করে।

এতে উপস্থিত ছিলেন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাইনুর রহমান তুহিন মোল্লা, বাংলাদেশ ছাত্রলীগের জাতীয় পরিষদের সাবেক সদস্য এ. জেড. এম মনিরুল ইসলাম, হাবিবুর রহমান (হাবু), জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সাখাওয়াত হোসেন রনি, ইসমাইল হোসেন নয়ন, ফিরোজ কেরানি, শফিউদ্দিন মিয়া, আবদুল মালেক, আমিনুল ইসলাম কচি, অ্যাডভোকেট গিয়াস ,অন্যান্য যুবলীগ নেতা-কর্মীরা।

র‍্যালী শেষে মোস্তক আহমেদ শাহিন বলেন, আমরা শহীদ শেখ ফজলুল মণির আদর্শে উজ্জীবীত হয়ে ভোলা জেলা যুবলীগ অগ্রসর হব ইনশাআল্লাহ।

এছাড়াও জেলার লালমোহন উপজেলাসহ বিভিন্ন উপজেলায় নানা আয়োজনের মধ্যে দিয়ে দিবসটি পালিত হয়।