ভোলায় হাজিপুর মাদ্রাসার আলিম পরিক্ষার্থীদের দোয়া অনুষ্ঠান
মোঃ মিরাজ হোসাইন//
ভোলা জেলা দৌলতখান উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান হাজিপুর ইসলামীয়া সিনিয়র ফাযিল (ডিগ্রী) মাদ্রাসার ২০২১ সালের আলিম পরীক্ষার্থীদের সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩০শে নভেম্বর) সকাল ১১টায় পরীক্ষার্থীদের এডমিটকার্ড ও উপহার প্রদানসহ মাদ্রাসা প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্টিত হয়।
অনুষ্ঠানের শুরুতে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বিভিন্ন দিক নির্দেশনামূলক শুভেচ্ছা বক্তব্য দেন,হাজিপুর ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ হাফেজ মাওলানা মোঃ মোহসেন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা চেয়ারম্যান ও প্রতিষ্ঠানের গভর্নিং বডির সভাপতি মোঃ মন্জুর আলম খান। এছাড়াও বক্তব্য দেন,পৌর মেয়র জাকির হোসেন তালুকদার, সাবেক প্যানেল মেয়র,আবুল ফারাহ মিয়া,উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক গোলাম নবী নবু, সহকারী অধ্যাপক মাওলানা ওলিউল্লাহ কবির,আরবী প্রভাষক মাওলানা নাজিউর রহমান (নবীন), ইংরেজি প্রভাষক মোঃ শিহাব উদ্দীন সহ প্রমুখ। পরে দোয়ার মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।