ভোলায় জেলা প্রশাসক বরাবর বিএনপির স্মারকলিপি প্রদান
এইচ আর সুমন।।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে ভোলায় জেলা প্রশাসকের বরাবর স্মারকলিপি প্রদান করেছে জেলা বিএনপির নেতৃবৃন্দ।
বুধবার (২৪ নভেম্বর) সকাল ১০টায় জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক হারুন অর রশিদ ট্রুম্যানের নেতৃত্বে এই স্মারকলিপি প্রদান করেন দলের নেতৃবৃন্দরা। এ সময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক হুমায়ুন কবির সোপান, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ইয়ারুল আলম লিটন, তরিকুল ইসলাম কায়েদ, কবির হোসেন, সাংগঠনিক সম্পাদক এনামুল হক, সদর উপজেলা বিএনপি’র সদস্য সচিব হেলাল উদ্দিন, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোস্তফা কামাল সাংগঠনিক সম্পাদক লিয়াকত আলী,জেলা কৃষকদলের সভাপতি আব্দুর রহমান সেন্টু, জেলা সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক খন্দকার আল-আমিন, জেলা যুবদলের সভাপতি জামাল উদ্দিন লিটন,সাধারণ সম্পাদক আঃ কাদের সেলিম,জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান মাসুদ, জেলা শ্রমিকদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তানভির ভোলা জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি মুনতাসির আলম রবিন চৌধুরি জেলা ছাত্রদলের সভাপতি নূরে আলম, সাধারণ সম্পাদক আল-আমিন হাওলাদারসহ বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।