ভোলায় বিএনপি’র গণ-অনশন

DipKantha
DipKantha
প্রকাশিত: ১২:২৯ অপরাহ্ণ, নভেম্বর ২০, ২০২১

এইচ আর সুমন//

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি’র চেয়ারপার্স বেগম খালেদা জিয়ার মুক্তি, বিদেশে সু-চিকিৎসার দাবিতে গন- অনশন করেছে ভোলা জেলা বিএনপি। জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক হারুন অর রশিদ ট্রুম্যানের সভাপতিত্বে শনিবার সকাল জেলা কার্যালয়ের সামনে এ গণ-অনশন কর্মসূচি পালিত হয়।

এতে বক্তব্য রাখেন, ভোলা জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক হুমায়ুন কবির সোপান, জেলা যুগ্ম সম্পাদক ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ইয়ারুল আলম লিটন, তরিকুল ইসলাম কায়েদ, সাংগঠনিক সম্পাদক এনামুল হক, সদর উপজেলা বিএনপি সদস্য সচিব হেলাল উদ্দিন, জেলা যুবদলের সভাপতি জামাল উদ্দিন লিটন, সাধারণ সম্পাদক আব্দুল কাদের সেলিম, সিনিয়র সহ-সভাপতি ফকরুল ইসলাম ফেরদৌস, সিনিয়র যুগ্ম সম্পাদক মোস্তফা কামাল, সাংগঠনিক সম্পাদক মনির হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক খন্দকার আল আলিম, জেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক মিজানুর রহমান মাসুদ, জেলা কৃষক দলের সভাপতি আব্দুর রহমান সেন্টু, সাধারণ সম্পাদক আবুল হাসনাত তসলিম, শ্রমিক দলের সম্পাদক (ভারপ্রাপ্ত) তানভীর হোসেন তালুকদার, জেলা স্বেচ্ছাসেবক দলের সহ -সভাপতি হাফিজুর রহমান তসলিম রবিন চৌধুরী, চৌধুরী জাকির হোসেন মনির, ছাত্রদলের সভাপতি নুরে আলম, সাধারণ সম্পাদক আল আমিন হাওলাদার, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম শরীফ,জেলা ছাত্রদল নেতা এমদাদ হোসেন, ভোলা সদর উপজেলা ছাত্রদলের আহবায়ক আব্দুল আল রাসেল, সদস্য সচিব সাজ্জাদ হোসেন মুন্না, পৌর ছাত্রদলের আহ্বায়ক জাকারিয়া বিল্লাল, সদস্য সচিব জাকারিয়া মঞ্জু, ভোলা সরকারি কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ন আহবায়ক জানে আলম আকাশ প্রমূখ। এতে জেলা বিএনপি সহ সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, খালেদা জিয়ার মুক্তি ও উন্নত উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার দ্রুত ব্যবস্থা না করলে তারা দুর্বার আন্দোলন গড়ে তুলবেন। এ সময় বেগম খালেদা জিয়ার শারীরিক সুস্থতার কামনা করে দোয়া মোনাজাত করা হয়।