মহানবী (সঃ) এর জীবনই জাতির মুক্তি – ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ

DipKantha
DipKantha
প্রকাশিত: ৪:০১ অপরাহ্ণ, অক্টোবর ৩১, ২০২১

শাহরিয়ার জিলন//

মহানবী (সঃ) এর জীবনাদর্শে পুরো জাতীর মুক্তির পথ। মহানবী (সঃ) এর জন্ম থেকে মৃত্যু পর্যন্ত দীর্ঘ সময়ের জিন্দেগী মানবতার সফলতার পথের আলোক বর্তিকা। তার চলার পথ ও মতের আলোকে জীবন জাপন করা জাতী মুক্তির মোহনায় আর্বিভূত হয়েছে আর এ পথের বাহিরের জাতীয অন্ধকারে নিমর্জিত হয়েছে, পথভ্রষ্ট হয়েছে। তবে এ পথ অনেক বাঁধা বিপত্তির। যা ইহকালের বিশাল এক ত্যাগের নজির বহন করে। আগামী দিনেও যারা এ পথের বাহিরে বেচে থাকবে তাদের জন্য অন্ধকার বা অকল্যান নিশ্চিত। যেটা আমরা চলমান ইতিহাসের আলোকে উপলব্ধি করতে পারি। আজ ৩১ অক্টোবর সন্ধ্যায় শহরের তৃষ্ণা রেস্টুরেন্টের পার্টি সেন্টারে ভোলায় ‘তাক্বওয়া ফাউন্ডেশনের’ উদ্দোগে মহানবী (সঃ) এর ‘সিরাত শীর্ষক’ আলোচনা সভায় প্রধান আলোচকের বক্তব্যে ঢাকা বিশ্ব বিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ এসব কথা বলেন।

তাক্বওয়া ফাউন্ডেশনের সভাপতি ও ব্যাাংকের হাট কো-অপারেটিভ কলেজের অধ্যক্ষ হারুন-অর রশিদের সভাপত্বিতে এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ তৌফিক-ই-লাহী চৌধুরী। বিশেষ আলোচক ছিলেন ঢাকা বিশ্ব বিদ্যালয়ের ইসলামিক স্টাডিডজ বিভাগের চেয়ারম্যান ড. মোঃ শামছুল আলম। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসাক মামুন আল ফারুক, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মোঃ ইউনুছ। বক্তব্য রাখেন, ভোলা সরকারি ফজিলতুন নেছা মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ ইস্রাফিল। অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন, জেলা আইনজীবী সমিতি মসজিদের পেশ ইমাম হাফেজ ফজলুর রহমান ফারুক, ইসলামী সংগীত পরিবেশন করেন, বিশিষ্ট সংগীত শিল্পী ও বুলবুল একাডেমির কেন্দ্রীয় ব্যবস্থাপনা পরিচালক মনির চৌধুরী। এতে ভোলার বিভিন্ন স্কুল, কলেজের অধ্যক্ষ, প্রধান শিক্ষক ও শিক্ষকগণ উপস্থিত ছিলেন।