ভোলায় যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
স্টাফ রিপোর্টার//
ভোলায় যুবদলের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। বুধবার (২৭ অক্টোবর) জেলা যুবদলের কার্যালয়ে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক হারুন-অর-রশিদ ট্রুম্যান। যুবদল সভাপতি জামাল উদ্দিন লিটনের সভাপতিত্বে ও সম্পাদক আব্দুল কাদের সেলিম এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র যুগ্ম সম্পাদক আলহাজ্ব হুমায়ুন কবির সোপান, যুবদল সিনিয়র সহ-সভাপতি ফকরুল আলম ফেরদৌস, যুগ্ম সম্পাদক মোঃ মোস্তফা কামাল, সাংগঠনিক সম্পাদক মনির হোসেন, থানা যুবদলের আঃ লতিফ টিটু, মাছুম, নাজিম উদ্দিন নিক্সন প্রমূখ। এ সময় জেলা, থানা, পৌর যুবদলের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। দোয়া মোনাজাত পরিচালনা করেন মহাজনপটি বড় মসজিদের ইমাম মাওলানা নুরে আলম। এছাড়াও দৌলতখান চরফ্যাশনসহ বিভিন্ন উপজেলায় পতাকা উত্তোলন ও আলোচনা সভা ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।