প্রকাশিত: ৫:৪১ অপরাহ্ণ, অক্টোবর ২০, ২০২১
সাংবাদিক ও শিক্ষক নেতা কামরুজ্জামান ওমরার উদ্দেশ্যে রওয়ানা
এম লোকমান হোসেন //
ভোলা চরফ্যাশন প্রেসক্লাবের সহসভাপতি, নয়াদিগন্ত প্রতিনিধি, দ্বীপকন্ঠের উপদেষ্টা ও বাংলাদেশ জমিয়াতুল মোদারের্ছীন চরফ্যাশন উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান আগামীকাল বৃস্হপতিবার বিকেল ৬.৪৫ মিনিটে ওমরাহ পালনের উদ্দেশ্যে পবিত্র পূণ্যভূমি মক্কা মুকাররমা রওয়ানা হচ্ছেন। এই লক্ষে সকল প্রস্ততি সম্পন্ন করেছেন আজ। ব্যস্ততার কারণে বন্ধুবান্ধব, শুভাকাঙ্ক্ষী, শুভানুধ্যায়ী ও আত্মীয়-স্বজনের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি তার । সকলের নিকট আন্তরিক দোয়া কামনা করছেন।