প্রকাশিত: ৫:৪৫ অপরাহ্ণ, অক্টোবর ১৮, ২০২১
DipKantha
প্রকাশিত: ৫:৪৫ অপরাহ্ণ, অক্টোবর ১৮, ২০২১
নিহত সোনিয়া ভোলার লালমোহন উপজেলার ধলিগৌরনগর ইউনিয়নের চতলা গ্রামের মো. আবুল কালামের মেয়ে।
বাড়ির মালিক জামাল গোলদার দাবি করে বলেন, দুপুরের দিকে ঘরের টয়লেটের মধ্যে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে সোনিয়া।
বাসার মালিক জানায়, দুপুরের দিকে টয়লেটে যাওয়ার কথা বলে বাসার দোতলা থেকে নিচতলায় নেমে আসে সোনিয়া। ফিরতে দেরি হওয়ায় বাসার লোকজন নিচে গিয়ে দেখে টয়লেটের ভেন্টিলেটরের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় মরদেহ ঝুলছে। পরে সেখান থেকে তাঁর মরদেহ উদ্ধার করে ঘরে এনে রাখা হয়। তবে, গলায় ফাঁস দেওয়ার কোন কারণ কেউ জানাতে পারেনি।
ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনায়েত হোসেন সোমবার রাতে আজকের পত্রিকাকে জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তিনি আরও জানান, এ ঘটনায় ভোলা সদর মডেল থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। তবে, তাঁর শরীরে কোন ক্ষত চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্ত শেষে মৃত্যুর আসল কারণ জানা যাবে।