দৌলতখানে জেলেদের মাঝে ভিজিএফের চাল বিতরণ

DipKantha
DipKantha
প্রকাশিত: ২:১৫ অপরাহ্ণ, অক্টোবর ১২, ২০২১

স্টাফ রিপোর্টারঃ

দৌলতখান উপজেলার ভবানীপুর ইউনিয়নের নিবন্ধিত ১৯৫১শ’ জেলেদের মাঝে ভিজিএফের ২০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে।

গত ৪ অক্টোবর থেকে আগামী ২৫ অক্টোবর পর্যন্ত ইলিশ আহরনসহ যে কোন ধরনের জাল ফেলা নিষিদ্ধ করেছে সরকার। তাই এ সময় সকল জেলের এই ২২ দিন নদীতে না নামতে ও ইলিশ না ধরতে অনুরোধ করা হয়। এ জন্য নিষিদ্ধকালীন মানবিক সহায়তা কর্মসূচির আওতায় নিবন্ধিত জেলেদের মাঝে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১২ অক্টোবর) দুপুরের দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তারেক হাওলাদার উপস্থিত থেকে নিবন্ধিত ১৯৫১জন জেলে পরিবারের হাতে ২০ কেজি করে চাল তুলে দেন। চাল বিতরণ অনুষ্ঠানে ভবানীপুর ইউপি চেয়ারম্যান গোলাম নবী নবু, সকল ইউপি সদস্য, গ্রাম পুলিশ ও অনান্য কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।

এ সময় ভবানীপুর ইউপি চেয়ারম্যান মোঃ গোলাম নবী নবু বলেন, সরকারি নিয়ম অনুযায়ী মাছ শিকার করলে আমাদের মাছের ঘাটতি কখনোই আসবে না। তিনি মা ইলিশ রক্ষার জন্য জেলে ও সকলের সহযোগিতা কামনা করেছেন।
উপজেলার মৎস্য কর্মকর্তা মাহফুজুল হাছনাইন বলেন, আগামী ৪ অক্টবর থেকে ২৫ শে অক্টবর পর্যন্ত ২২ দিন ইলিশ প্রজনন মৌসুমে নদীতে জাল ফেলে ইলিশ আহরণসহ যে কোন ধরনের জাল ফেলা নিষিদ্ধ করেছে সরকার। তাই এসময় সকল জেলেরা নদীতে না নামতে ও ইলিশ না ধরতে অনুরোধ জানানো হয়েছে। সেই সাথে নদীতে সরকারি আদেশ অমান্য করে যদি কেউ জাল ফেলে মাছ ধরার চেষ্টা করে তাহলে তাদের অইনের আওতায় এনে শাস্তির ব্যাবস্থা করা হবে বলে জানান তিনি।