প্রকাশিত: ১২:১১ অপরাহ্ণ, অক্টোবর ৬, ২০২১
দৌলতখানে দুই ফার্মিসী ব্যবসায়ীকে জরিমানা
স্টাফ রিপোটারঃ
ভোলার দৌলতখানে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই ফার্মেসী ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।
বুধবার দুপুর একটায় উপজেলা পৌর শহরের উত্তর মাথায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ তারেক হাওলাদার এ জরিমানা করেন।
এ সময় ফার্মেসীতে মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে মা মেডিকাল কে ৫০০০ এবং তাজ মেডিকাল কে ৫০০০ টাকা জরিমানা করেন।
ভ্রান্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ তারেক হাওলাদার জানান, ফার্মেসীতে মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে দুই ফার্মিসী ব্যবসায়ীকে দশ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তবে এ অভিযান আমাদের অব্যাহত থাকবে।