দুলারহাটে মাজলিসুল মোফাসসিরিনের ডায়েরি বিতরণ

DipKantha
DipKantha
প্রকাশিত: ৯:৩৮ পূর্বাহ্ণ, অক্টোবর ৬, ২০২১

স্টাফ রিপোর্টার//

বাংলাদেশ মাজলিসুল মোফাসসিরিন দুলারহাট শাখার উদ্যোগে সদস্যদের মাঝে নববর্ষের ডায়েরি বিতরণ করা হয়েছে ৪ অক্টোবর বিকেলে। বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ মাজলিসুল মেফাসিরিনের ভোলা জেলা সভাপতি হয়রত মাওলানা মোঃ ছফিউল্ল্যাহ। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি কাজী মাওলানা হারুন অর রশিদ ও বরিশাল মাজলিসুল মোফাসিরিনের সেক্রেটারি মাওলানা রুহুল আমিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ মাজলিসুল মোফাসসিরিন দুলার হাট থানার সভাপতি মাওলানা মোশতাক আহমেদ ।
অন্যানের মধ্যে মাওলানা নজরুল ইসলাম, মাওলানা মোঃ সিরাজুল ইসলামসহ দুলারহাট থানা শাখার সদস্য প্রমুখ।