দৌলতখানে মা ইলিশ রক্ষায় সচেতনতা সভা

DipKantha
DipKantha
প্রকাশিত: ৩:২০ অপরাহ্ণ, অক্টোবর ৩, ২০২১

স্টাফ রিপোটার//

ভোলা দৌলতখানে মা ইলিশ সংরক্ষণে আগামী ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর এই ২২ দিন মেঘনা নদীতে ইলিশ ধরা নিষিদ্ধ করেছে সরকার । এ সময় ইলিশ আহরন ক্রয়-বিক্রয়, মজুদ ও বাজারজাতকরণ সম্পূর্ণরুপে নিষিদ্ধ থাকবে। এ উপলক্ষে দৌলতখানে মৎস্য দপ্তরের উদ্যোগে মা ইলিশ রক্ষায় মৎস্য ব্যবসায়ী ও জেলেদের সঙ্গে সচেতনতা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল ১০টায় পৌরসভা ৬ নম্বর ওয়ার্ড পাতারখাল এলাকায় এ সচেতনতা সভা অনুষ্টিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল যুক্ত হন ভোলা-২ আসনের সাংসদ আলী আজম মুকুল । অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ,উপজেলা পরিষদ চেয়ারম্যান মনজুল আলম খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তারেক হাওলাদার, পৌর মেয়র জাকির হোসেন তালুকদার,পৌর আওয়ামীলীগ সভাপতি মোঃ আনোয়ারুল ইসলাম,সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মাহফুজুল হাছনাইন, পৌর কাউন্সিলর জাকির হোসেন সহ প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, ‘২২ দিন নিষিদ্ধ সময়ে মাছ ধরা, পরিবহন, মজুত, বাজারজাতকরণ অথবা বিক্রি করা যাবে না। এ আইন কেউ অমান্য করলে তাদের যথাযোগ্য শাস্তি দেওয়া হবে’।