প্রকাশিত: ৯:৩০ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২৭, ২০২১
দৌলতখানে মৎস্য বিভাগের মাছের পোনা বিতরণ


স্টাফ রিপোটার//
‘বেশি বেশি মাছ চাষ করি, বেকারত্ব দূর করি’ এই প্রতিপাদ্যের আলোকে ভোলা দৌলতখান উপজেলায় মৎস্য বিভাগের উদ্যোগে মাছের পোনা বিতরণ করা হয়েছে।
আজ সোমবার (২৭ সেপ্টেম্বর) দুপুর ১২টায় উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে জেলা মৎস্য কর্মকর্তা এস এম আজহারুল ইসলামের নেতৃতে উপজেলা পরিষদ চত্বরে বিভিন্ন জাতের মাছের পোনা বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মহুয়া আফরোজ,উপজেলা ভাইস চেয়ারম্যান সিদ্দিক মিয়া,মহিলা ভাইস চেয়ারম্যান আইনুন নাহার,উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. মাহফুজুল হাসনাইনসহ প্রমুখ।
পরে উপজেলার ২৬টি প্রতিষ্ঠানে বিভিন্ন জাতের ৩৭০ কেজি পোনা মাছ বিতরণ করা হয়।