এমপি শাওনের সুস্থতা কামনায় লালমোহন প্রেসক্লাবের দোয়া মাহফিল
লালমোহন (ভোলা) বিশেষ প্রতিনিধি//
লালমোহন প্রেসক্লাবের সদস্য ও ভোলা-৩ লালমোহন-তজুমদ্দিনের-১১৭ সংসদ সদস্য আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওনের সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যার পর লালমোহন প্রেসক্লাবের আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। প্রেসক্লাব সভাপতি আব্দুস সাত্তারের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক জসিম জনির সঞ্চালনায় মিলাদ মাহফিলে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক আনোয়ার রাব্বী, সদস্য শাহীন আলম মাকসুদ প্রমূখ।
সংক্ষিপ্ত আলোচনা শেষে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন মোল্লা জামে মসজিদের পেশ ইমাম আলহাজ্ব মোজাম্মেল হক। মুনাজাত পূর্ব আলোচনায় মাওলানা মুজাম্মেল হক বলেন, বান্ধা বন্দেগীর অনুভূতি নিয়ে মনিবের কাছে দোয়া করবে এটা তার বৈশিষ্ট্য। এজন্যই সবসময় আল্লাহ তায়ালার কাছে চাইতে হবে। তিনি সংবাদ কর্মীদের ভিতরে বাহিরে এছলাহ হওয়ার আহ্বান জানান।
দোয়া মোনাজাতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সহ সভাপতি এসবি মিলন, মাহামুদুল হাসান লিটন, জসিম উদ্দিন, সহসম্পাদক মাহাবুব আলম, রুহুল আমীন, দপ্তর সম্পাদক আজীম উদ্দিন খান, সদস্য আমজাদ হোসেন, মিজানুর রহমান লিপু, এনামুল হক রিংকু, নুরুল আমীন, সালাম সেন্টু, অপু হাসান, হাসান পিন্টু, আব্দুল হান্নান, আব্দুর রহমান নোমান, জাহিদুল ইসলাম দুলাল, সাংবাদিক মোঃ ইউছুফ আহমেদ, মনজুর রহমান ও ইব্রাহীম আকাশ প্রমূখ।
উল্লেখ্য, এমপি শাওন অসুস্থতাজনিত কারণে গত শনিবার রাত থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি রয়েছেন।