দৌলতখানে কুকুরের কামড়ে তিন শিশু আহত

DipKantha
DipKantha
প্রকাশিত: ১:৪১ অপরাহ্ণ, আগস্ট ৩১, ২০২১

স্টাফ রিপোর্টারঃ
ভোলার দৌলতখানে পৃথক পৃথক স্থানে একদিনে কুকুরের কামড়ে তিন শিশু আহত হয়েছেন। সোমবার সন্ধ্যায় উপজেলার দক্ষিণ জয়নগর ও সৈয়দপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে। আহতরা হলেন,দক্ষিণ জয়নগর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ফিরোজের মেয়ে মাহিয়া (৪),মোঃ জসিমের মেয়ে ইমা (৯) ও সৈয়দপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মাকসুদের ছেলে মোঃ সিয়াম (১২)। এদের মধ্যে মাহিয়া ও ইমা গুরুত্বর যখম হওয়ায় তাদের ভোলা সদর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন দৌলতখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডাঃ নুরে ওয়ারা ছালেহ সিফাত।
হাসপাতাল, এলাকা ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, গত কয়েক দিন ধরে উপজেলার বিভিন্ন এলাকায় বেওয়ারিশ কুকুরের উপদ্রব চরমভাবে বৃদ্ধি পেয়েছে। ওই সব কুকুরে অতিষ্ঠ হয়ে উঠেছে সাধারণ মানুষ। এ বর্ষায় চতুর দিকে পানি বৃদ্ধি পাওয়ায় এবং লকডাউনে খাদ্য সংকটে পড়ে বেওয়ারিশ কুকুড়গুলো রাস্তাঘাট, হাটবাজার ও বিভিন্ন বাড়ির উঁচু স্থানে আশ্রয় নিয়েছে। খাদ্য সংকটে পড়ে বেওয়ারিশ কুকুর গুলো এরকম করছে বলে মনে করেন স্থানীয়রা।