দৌলতখানে মৎস্য সপ্তাহ উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময়
দৌলতখান প্রতিনিধিঃ
”বেশি বেশি মাছ চাষ করি, বেকারত্ব দূর করি” এ শ্লোগানে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২১ উদযাপন উপলক্ষে দৌলতখানে সাংবাদিকদের সাথে মৎস্য বিভাগের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (২৮ আগস্ট) সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগের যৌথ আয়োজনে উপজেলা সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তারেক হাওলাদারের সভাপতিত্বে ও সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহফুজুল হাছনাইনের সঞ্চালনায় বক্তব্য রাখেন,দৌলতখান প্রেসক্লাবের সভাপতি মনিরুজ্জামান মহিন, দৌলতখান প্রেসক্লাব সাবেক সভাপতি, শ.ম ফারুক, দৌলতখান রির্পোটার্স ইউনিটি সাধারন সম্পাদক, মোঃ কাজী জামাল।
বিনিময় সভায় দেশী প্রজাতির মাছ রক্ষার্থে অভয়াশ্রম গড়ে তোলার উপর গুরুত্বারোপ করা হয়। এ ছাড়াও ২৮ আগষ্ট থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত সপ্তাহব্যাপী জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে প্রচার-প্রচারণাসহ বিভিন্ন কার্যক্রম সম্পর্কে সাংবাদিকদের অবহিত করেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহফুজুল হাছনাইন।