রাষ্ট্রীয় মর্যাদায় মুক্তিযোদ্ধা মোঃ ইসমাইল হোসেনের দাফন


মোঃ মিরাজ হোসাইন//
দৌলতখান উপজেলার পৌরসভা ৪নম্বর ওয়ার্ডের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা মোঃ ইসমাইল হোসেন খলীফার (৮০) রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে।
বুধবার (২৫ আগস্ট) সকাল ৯টায় দৌলতখান মধ্যবাজারে সদ্য প্রয়াত এই মুক্তিযোদ্ধার জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজার শুরুতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তারেক হাওলাদারের নেতৃত্বে পুলিশের একটি দল এই বীরমুক্তিযোদ্ধাকে গার্ড অব অনার প্রদান করেন। এরপর মরদেহ যথাযোগ্য মর্যাদায় পারিবারিক গোরস্থানে দাফন করা হয়।
বীরমুক্তিযোদ্ধা মোঃ ইসমাইল হোসেন খলীফার বাড়ি দৌলতখান পৌরসভায়। মঙ্গলবার (২৪ আগস্ট) বিকাল ৩.৪০মিনিটে ভোলা সদর হাসপাতালে করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি পাঁচ ছেলে, দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।
বীরমুক্তিযোদ্ধা মোঃ ইসমাইল হোসেন খলীফার মৃত্যুতে শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ও দৌলতখান রিপোর্টার্স ইউনিটি।