দৌলতখানে ৮জন উদ্যোক্তা পেলেন বিআরডিবির ঋণ


মোঃ মিরাজ হোসাইন//
ভোলা দৌলতখানে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) পল্লী উদ্যোক্তাদের মাঝে প্রধানমন্ত্রীর ঘোষিত করোনাকালীন প্রণোদনা এসএমই ঋণ বিতরন করা হয়েছে।
বুধবার (২৫ আগস্ট) বিকালে দৌলতখান উপজেলা বিআরডিবি অফিসের আয়োজনে বিআরডিবি হলরুমে ৮জন উদ্যোক্তাদের মাঝে এসএমই ঋণ বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ তারেক হাওলাদারের সভাপতিত্বে এবং উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় উপস্থিত ছিলেন,সহকারী কমিশনার (ভূমি) মহুয়া আফরোজ, ইউসিসি সভাপতি জাবের হাছনাইন, বিআরডিবি অফিসের কর্মকর্তা কর্মচারী ও ঋণ গ্রহীতাগন।
এসময় বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনাকালীন সময়ে পল্লী এলাকার প্রান্তিক জনগোষ্ঠীর জীবন যাত্রার মান উন্নয়নে ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তাদের স্বাভাবিক কার্যক্রম অব্যাহত রাখার লক্ষে দৌলতখানে ৮জন ঋণ গ্রহীতাদের মাঝে ১৪লাখ টাকা এ এসএমই ঋণ বিতরণ করা হয়।