ভোলা দৌলতখানে মাদক ব্যবসায়ী আটক

DipKantha
DipKantha
প্রকাশিত: ১২:৪০ অপরাহ্ণ, আগস্ট ২১, ২০২১

দৌলতখান প্রতিনিধি:
ভোলা দৌলতখানে ৩৫০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। আটককৃত মাদক ব্যবসায়ীর নাম মোঃ ইসমাইল (৩৩) ।
আটককৃত ইসমাইল উপজেলার চরপাতা ইউনিয়ন ২নম্বর ওয়ার্ড লেজপাতা গ্রামের ইউসুফ মাঝির ছেলে।

শুক্রবার (২০আগস্ট) রাত ৭.৪৫মিনিটের সময় গোপন তথ্যের ভিত্তিতে তাকে উপজেলার চরপাতার নইমুদ্দির হাট থেকে ইয়াবাসহ আটক করা হয়।

আটকের বিষয়টি নিশ্চিত করে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর ভোলার উপ-পরিদর্শক শফিকুর রহমান মিয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে দৌলতখান উপজেলার চরপাতার নইমুদ্দির হাট এলাকায় অভিযান চালিয়ে ৩৫০পিস ইয়াবাসহ আটক করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলার প্রক্রিয়া চলছে।