ইলিশের আকাল:জেলেদের মাঝে চরফ্যাশন পৌর মেয়রের চাউল বিতরণ

DipKantha
DipKantha
প্রকাশিত: ১:০৫ অপরাহ্ণ, আগস্ট ২১, ২০২১

এম আবু সিদ্দিক, অতিথি প্রতিনিধি//

ভরা মৌসুমে ভোলার চরফ্যাশনে ইলিশের আকাল। ১শ ৯৬জন জেলের মাঝে প্রধানমন্ত্রীর দেয়া সরকারি চাউল বিতরণ করছেন চরফ্যাশন পৌরসভার মেয়র মোঃ মোরশেদ। ২১আগস্ট শনিবার সকাল ৯ টায় পৌরভবনের সামনে তালিকাভূক্ত জেলেদের মাঝে মৎসজীবি পরিবারের মধ্যে প্রাথমিকভাবে ৩০কেজি করে চাউল বিতরণ করা হয়েছে।এসময় উপস্হিত ছিলেন কাউন্সিলর আকতারুল আলম সামু। পৌর মেয়র মোঃ মোরশেদ বলেন,ইলিশ ধরা মৌসুমে ভোলার মেঘনা ও তেতুলিয়া নদীতে মাছের আকাল।উপকূলীয় এলাকায় জেলে পরিবারদের জন্য মানবিক বিবেচনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারি চাল বরাদ্দ দেন।ইলিশ মৌসুমে আর্থিক সংকটকালে মানবিক বরাদ্দের চাউল পেয়ে তাদের পরিবারে কিছুটা হলেও দূর্ভোগ লাঘব হবে।