দৌলতখানে অগ্নিকাণ্ডে দুই ব্যাবসা প্রতিষ্ঠান পুড়ে ছাঁই
স্টাফ রিপোর্টার//
ভোলার দৌলতখানে বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে দুইটি দোকান পুড়ে ছাঁই হয়ে গেছে। শুক্রবার (৬ আগস্ট ) দুপুর ২টার দিকে উপজেলার সৈয়দপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের আদর্শ বাজার এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তরা হলেন, মুদি দোকান ব্যবসায়ী মোঃ সেলিম বাগা,মোঃ খোকন তালুকদার। ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের দাবি এতে প্রায় ২০ লাখ টাকার মত ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্থ দোকানদার মোঃ সেলিম বলেন, আমার সর্বস্ব শেষ হয়ে গেল। আমি এই দোকান করে আমার সংসার চালাতাম। সব পুড়ে ছাঁই হয়ে গেছে। এখন কিভাবে আমার সংসার চলবে জানিনা। উপজেলা ফায়ার স্টেশন অফিসার গোলাম মোস্তফা জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। খবর পেয়ে দৌলতখান ফায়ার সার্ভিস স্টেশনের একটি দল ওই এলাকায় গেলে রাস্তা বেহাল অবস্থার কারণে আগুন নিয়ন্ত্রনের পিকাব ঘটনাস্থলে যেতে পাড়েনি। কিন্তু এর আগেই আগুনে ২টি দোকান পুড়ে ছাঁই হয়ে গেছে।