ভোলা দৌলতখানে লকডাউনে বিধি অমান্যে ১০জনের জরিমানা

DipKantha
DipKantha
প্রকাশিত: ৭:০৩ পূর্বাহ্ণ, জুলাই ২৮, ২০২১

মিরাজ হোসাইন//
কোভিড-১৯ মোকাবিলায় সরকার নির্দেশিত কঠোর লকডাউনের বিধি-নিষেধ না মানায় ভোলা দৌলতখান উপজেলায় ১০জনকে ২৫৮৫০ জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট তারেক হাওলাদার।

দিনভর উপজেলার বিভিন্নস্থানে পৃথকভাবে অভিযান পরিচালনা করে এ জরিমানা করা হয়।

এ সময় উপজেলা নির্বাহী অফিসার তারেক হাওলাদার বলেন, সরকারি নির্দেশনা অমান্য করে দোকান খোলা রাখা, মাস্ক পরিধান না করে বাইরে যাওয়া এবং অযথা বাইরে ঘোরাফেরা করার অপরাধে এ জরিমানা করা হয়।
তিনি আরও বলেন, সরকারি নির্দেশনা মানাতে কঠোর অবস্থানে থাকবে আইন-শৃঙ্খলা বাহিনী। নির্দেশনা লঙ্ঘন করলে গ্রেফতার, জরিমানাসহ যেকোনো শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবো।