“দ্বীপকন্ঠে” সংবাদ প্রকাশের পর – চরফ্যাশনে কিশোর গ্যাং গ্রেফতার
স্টাফ রিপোর্টার//
গত ২৬ আগস্ট ২০২১ চরফ্যাশনে কিশোর গ্যাংদের সাংবাদিক পরিবারকে প্রাণনাশের হুমকি শীর্ষক সংবাদ “দ্বীপকন্ঠ ডটকম” পত্রিকায় প্রকাশের পর আজ দুলারহাট থানা পুলিশ ৪ কিশোর গ্যাংকে গ্রেফতার করেছে। চরফ্যাশনের দুলারহাট থানার আহম্মদপুর ইউনিয়নের ফরিদাবাদ গ্রামে সাংবাদিক নোমান এর পরিবারের উপর স্থানীয় কিশোর গ্যাং এর সদস্যদের হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে। গতকাল সোমবার সন্ধ্যায় নুরুল ইসলাম এর বাড়ীতে এ হামলার ঘটনা ঘটেছিলো। এ ঘটনায় নোমান এর বাবা নুরুল ইসলাম বাদী হয়ে ১২ জন কে আসামী দুলারহাট থানায় মামলা দায়ের করেছেন। পুলিশ এদের মধ্যে ৪ জন কে গ্রেফতার করে মঙ্গলবার সকালে আদালতে সোপর্দ করেছেন।
এ হামলায় আহত সাংবাদিক পরিবারের ১ মহিলাসহ ৫ জন কে চরফ্যাসন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নোমান জানান, স্থানীয় হানিফ গংদের সাথে সাংবাদিক নোমান এর পরিবারের সাথে জমি জমা বিরোধ চলে আসছিলো। গত ২৪ জুলাই হানিফ সহ কয়েকজন মিলে সাংবাদিক নোমান কে গতিরোধ করে হত্যার চেষ্টা করে। পরে ব্যর্থ হয়ে তারা( হানিফগংরা) ওই রাতে লাঠি নিয়ে নেমানদের ঘরের চর্তদিকে দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দিতে থাকে। ওই দিনই নোমান দুলারহাট থানায় একটি সাধারন ডায়েরী করেন।
সাধারন ডায়েরী ২ দিন পর আসামী হানিফ, আল আমিন, শরীপ সহ ১২/১৪ জনের সংঘবদ্ধ হয়ে দেশীয় অস্ত্র, লাঠি নিয়ে নোমানের বাড়ী ঘরে হামলা করে। হামলায় নোমানের বাবা নুরুল ইসলাম, ভাই সিরাজুলইসলাম সহ ৫ জন কুপিয়ে পিটিয়ে আহত করা হয়। আহত ৫ জনকে চরফ্যাসন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় সাংবাদিক নোমানের বাবা বাদী হয়ে ১২ জন আসামী করে দুলারহাট মামলা দায়ের করেন। মামলা নং ০৬ তারিখ ২৭-০৭-২০২১।
এ মামলায় দুলারহাট থানা পুলিশ ৪ জন কে গ্রেফতার আদালতে সোপর্দ করেছেন।